‘আপন নামা’ বইয়ের মোড়ক উন্মোচন
লেখক এম মিরাজ হোসেনের দ্বিতীয় বই আপন নামা’র মোড়ক উন্মোচিত হয়েছে ১৯ ফেব্রুয়ারি একুশের বইমেলা প্রাঙ্গণে। বইটির প্রকাশক প্রকাশনা সংস্থা নওরোজ কিতাবিস্তান। আপন নামা বইটিতে জীবনের কিছু রুঢ় সত্য গল্পের আবহে সাজানো হয়েছে। যেখানে রয়েছে- পাওয়া না পাওয়া, হাসি-কান্না, দুঃখ-ক্লেদ আর জয়-পরাজয়ের গল্প। জীবনের পরতে পরতে প্রতিটি মুহূর্তেই যোগ হয় নতুন গল্প। সেই গল্পের জীবনে আমরা ছুটে চলি আবহমানকাল ধরে। যার কোনো শেষ নেই। সবকিছু পেয়ে গেলে জীবনে বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়ে। আমরা কিছু পাই না বলেই তার জন্য অপেক্ষা নিয়ে বসে থাকি জীবনভর। জীবন শেষ হয়ে যায় কিন্তু অপেক্ষা শেষ হয় না। এম মিরাজ হোসেনের