আপন নামা

লেখক এম মিরাজ হোসেনের দ্বিতীয় বই আপন নামা’র মোড়ক উন্মোচিত হয়েছে ১৯ ফেব্রুয়ারি একুশের বইমেলা প্রাঙ্গণে। বইটির প্রকাশক প্রকাশনা সংস্থা নওরোজ কিতাবিস্তান। আপন নামা বইটিতে জীবনের কিছু রুঢ় সত্য গল্পের আবহে সাজানো হয়েছে।

যেখানে রয়েছে- পাওয়া না পাওয়া, হাসি-কান্না, দুঃখ-ক্লেদ আর জয়-পরাজয়ের গল্প। জীবনের পরতে পরতে প্রতিটি মুহূর্তেই যোগ হয় নতুন গল্প। সেই গল্পের জীবনে আমরা ছুটে চলি আবহমানকাল ধরে। যার কোনো শেষ নেই। সবকিছু পেয়ে গেলে জীবনে বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়ে। আমরা কিছু পাই না বলেই তার জন্য অপেক্ষা নিয়ে বসে থাকি জীবনভর। জীবন শেষ হয়ে যায় কিন্তু অপেক্ষা শেষ হয় না। এম মিরাজ হোসেনের জীবনের বিভিন্ন সময়ের স্মৃতিময়য় ঘটনা নিয়ে লেখা আপন নামা বইটি।

এর পূর্বে তার লেখা প্রথম ভ্রমণ কাহিনীমূলক বই “হাওয়ায় ভেসে হাজার মাইল” প্রকাশিত হয়। আমেরিকানদের দর্শন ও জীবনযাত্রা, আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের জীবনযাপনের ধরন এবং ২০ বছর পূর্বে ও পরে আমেরিকানদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে ধারণা ইত্যাদি প্রভৃতি বিষয়গুলোও উঠে এসেছে “হাওয়ায় ভেসে হাজার মাইল” বইটিতে।

এছাড়াও লেখক এম মিরাজ হোসেনের সম্পাদিত ‘গল্পের শহরে’ ও ‘প্রাণের কবিতা’ নামের বই দুটির মোড়ক উন্মোচিত হয় একই সময়। বই ‘আপন নামা’, ‘গল্পের শহরে’ ও ‘প্রাণের কবিতা’ পাওয়া যাচ্ছে এবারের অমর একুশে বইমেলায় নওরোজ কিতাবিস্তান ২৮৮, ২৮৯, ২৯০ নম্বর স্টলে।

এছাড়া অনলাইন থেকে এসব বই পাওয়া যাচ্ছে।

তথ্যসূত্রঃ সমকাল

Tagged With:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *