লায়নস ক্লাব অব ঢাকা মহাখালী ফ্রেন্ডস- এর সভাপতি নির্বাচিত হলেন এম. মিরাজ হোসেন
লায়নস ক্লাব অব ঢাকা মহাখালী ফ্রেন্ডস (জেলা ৩১৫ এ-২, বাংলাদেশ) - এর ২০২২-২৩ এর সভাপতি নির্বাচিত হয়েছেন লায়ন এম. মিরাজ হোসেন। গতকাল শনিবার এক আনুষ্ঠানিক নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে জয় লাভ করে সভাপতি পদে নির্বাচিত হন তিনি। এছাড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লায়ন নয়ন আকতার এবং কোষাধক্ষ পদে নির্বাচিত হয়েছেন লায়ন আব্দুল কাদের। সংগঠনটির বর্তমান সভাপতি লায়ন সাইলা সাবরিন এম জে এফ এর নেতৃত্বে নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়। লায়নস ক্লাব অব ঢাকা মহাখালী ফ্রেন্ডস (জেলা ৩১৫ এ-২, বাংলাদেশ) একটি সামাজিক সংগঠন। বিগত বছর গুলোতে সংগঠনটি মসজিদ সংস্কারে আর্থিক অনুদান, এতিম শিশুদের ম