এম. মিরাজ হোসেনের উদ্যোগে প্রাণের ব্যাচ ৯৩- এর পক্ষ থেকে সিলেটের ৯ নং ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সিলেটে বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কয়েক দিন ধরে পানিবন্দি মানুষজন চরম খাদ্য সংকটে রয়েছে। বিভিন্ন স্থানে সরকারিভাবে ত্রাণ বিতরণ করলেও অনেকের ভাগ্যে জোটেনি একমুঠো চাল। এ অবস্থায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রাণের ব্যাচ ৯৩। সিলেট ৯ নং ওয়ার্ডে প্রায় ২০০ পরিবারের মাঝে খাদ্য ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
প্রাণের ব্যাচ ৯৩- এর সদস্যসহ ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন সিসিক ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব, কামরান আহমেদ, ১৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব সজীব হোসেন সহ এলাকার আরো অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।