Praner Batch 93 Theme Song
দেখতে দেখতে আমাদের প্রাণের সংগঠন “প্রাণের ব্যাচ ৯৩” ১ বছর পার করে ফেললো। দেশের নানা প্রান্ত থেকে, নানা পেশার, নান ভাবনার ৯৩ ব্যাচের বন্ধুরা আমরা একত্রিত হতে পেরেছি এই সংগঠনের মাধ্যমে। পেয়েছি অনেক নতুন বন্ধু, পেয়েছি সুখ-দুঃখ, আনন্দ-উল্লাস কিংবা বেদনা শেয়ার করার মতো সঙ্গী। প্রিয় বন্ধুরা, তোমরা ছিলে বলেই আমরা এতোদূর আসতে পেরেছি। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পেরেছি নিজেদের জন্য, সমাজের মানুষের জন্য। তোমাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই আরো বহুদূর। সবসময় ভালো থেকো আর আমার ভালোবাসা নিও।
==========================================================
Song: Praner Batch 93
Composer & Producer: M Miraz Hossain
Tune: Md Rabin Islam
==========================================================
লিরিক্সঃ
বন্ধু তুই আমার সাত-পাঁচে,
বন্ধু ছাড়া প্রাণ কি আর বাঁচে?
চল গেয়ে উঠি, একই সাথে ছুটি ইইইইইই (দুই)
নতুন দিনের আহ্বানে প্রাণের ব্যাচ নাইনটি থ্রি;
বন্ধুরা গানে গানে, (দুই)
তোরা থাকলে সাথে আর আড্ডা গানে; সব যেনো ভরোপুর হৈচৈ
একই সাথে মেতে থাকি এমনি প্রাণের ব্যাচ নাইনটি থ্রি, (দুই)
হোক সবটা ভালো আমাদের; বামে আর ডানে ,
নতুন দিনের আহ্বানে প্রাণের ব্যাচ নাইনটি থ্রি,
বন্ধুরা গানে গানে (দুই)
সুখে আর দুঃখে, মানুষের পাশে, আছি সবার সহযোগিতায়,
প্রাণের ব্যাচের বন্ধুরা থাকে সকল আর্ত-মানবতায় য় য় য়, (দুই)
সপে দেই নিজেদের আমরা ; সমাজের কল্যাণে এ এ এ ,
নতুন দিনের আহ্বানে প্রাণের ব্যাচ নাইনটি থ্রি;
বন্ধুরা গানে গানে, (দুই)