হাওয়ায় ভেসে হাজার মাইল

জাগতিক জীবন আর নগরায়নের চাপে যখন হাপিয়ে উঠি তখনই তল্পিতল্পা নিয়ে ভ্রমণের সুযোগ হাতছাড়া করিনা। শিক্ষা এবং পেশাগত কারণে অনেক দেশই ভ্রমণ করার সৌভাগ্য হয়েছে।স্বপ্নের দেশ বলে খ্যাত আমেরিকাও আছে আমার এ ভ্রমণ তালিকায়। ৯৮ লক্ষ ৩৪ হাজার বর্গকিলোমিটারের বিশাল এ দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে নানা জাতি, পেশা, ধর্ম,ভাষাভাষী, সংস্কৃতি আর আচরণের মানুষ। তাদের সাথে চলতে গিয়ে হয়েছে বিচিত্র ও মজার অভিজ্ঞতা। আমেরিকানদের জীবন দর্শন, জীবনাচরণ, করোনা ভাইরাসের টিকা নিয়ে মতগত বৈপরীত্য, এন্থন ও জয়েসের অসম প্রেম, ফ্লোরিডায় এক বদনা নিয়ে লঙ্কাকান্ড, মল অফ আমেরিকায় সুন্দরী এক আমেরিকান রমণীকে বিপাকে ফেলা, আমেরিকায় প্রবাসী বাংলাদেশীদের কষ্টের জীবন যাপন এবং আমার চোখে ২০ বছর পর আমেরিকায় বাংলাদেশের অবস্থানের মেলবন্ধনই হচ্ছে হাওয়ায় ভেসে হাজার মাইল। আমার নিজস্ব স্মৃতিগুলো বইয়ের মাধ্যমে ভেসে বেড়াক আপনার মানসপটে।

বইটি অনলাইনে কিনতে পারেনঃ রকমারী, বইফেরী। 

Hawyay Veshe Hajar Maile - M Miraz Hossain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *