বইমেলায় সাড়া ফেলেছে এম মিরাজ হোসেনের ‘আপন নামা’
বাংলাদেশের লেখক এম মিরাজ হোসেনের আত্মজৈবনিক গ্রন্থ ‘আপন নামা’ এবারের বইমেলায় প্রকাশনা সংস্থা নওরোজ কিতাবিস্তানের বিক্রি হওয়া সেরা বই হয়েছে। বৃহস্পতিবার এ প্রকাশনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি একুশে বইমেলার প্রথম সাত দিনে এই বইয়ের চার হাজার ৮০০ কপি বিক্রি হয়েছে। লেখক এম মিরাজ হোসেনের জীবনের বিভিন্ন সময়ের স্মৃতিময় ঘটনা নিয়ে লেখা ‘আপন নামা’ গ্রন্থটি গত ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। বইটিতে নিজের শৈশব-কৈশোর, পরিবার, অভাব-অনটন, বেঁচে থাকার যুদ্ধ, অধ্যবসায়, পরিশ্রম-সাফল্য আর সামাজিক কার্যক্রমের কথা তুলে ধরেছেন এ লেখক। নিজের লেখা এ বইটি নিয়ে মিরাজ