বইমেলায় আলোড়ন তৈরি করেছে মিরাজ হোসেনের বই ‘তবু ফুল ফুটুক’ ও ‘ব্যাখ্যাতীত’
লেখক এম মিরাজ হোসেনের চতুর্থ উপন্যাস ‘তবু ফুল ফুটুক’ প্রকাশিত হয়েছে এবারের একুশে বইমেলায়। সত্য ঘটনা অবলম্বনে রচিত এই বইটি ইতিমধ্যেই পাঠকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে। বইটির প্রকাশনা প্রতিষ্ঠান নওরোজ কিতাবিস্তানের স্টলে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন বয়সের বইপ্রেমীরা। এবারের বইমেলা সম্পর্কে নওরোজ কিতাবিস্তানের স্বত্বাধিকারী মঞ্জুরুল ইসলাম চৌধুরী চন্দন বলেন, কাগজের দাম বাড়ায় এ বছর বইয়ের দাম বাড়াতে হয়েছে। এতে বই বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে। গত বছরের তুলনায় এ বছর অনেক কম সংখ্যক বই প্রকাশিত হয়েছে। মেলায় ভিড় ভালো হলেও বিক্রি কম। এর মধ্যে কিছু বই ভালো করছে। লেখক এম মিরাজ হোসেনের বই