এম মিরাজ হোসেনের প্রথম ভ্রমণ বই ‘হাওয়ায় ভেসে হাজার মাইল’ প্রকাশিত
এম মিরাজ হোসেনের প্রথম ভ্রমণ বই ‘হাওয়ায় ভেসে হাজার মাইল’ প্রকাশিত হতে যাচ্ছে। এ মাসের (৩০ সেপ্টেম্বর) স্বনামধন্য বাই প্রকাশনী নওরোজ কিতাবিস্তান পাবলিকেশন থেকৈ বইটি বাজারে আসবে বলে জানিয়েছেন বইটির প্রকাশক। এটি লেখকের প্রথম ভ্রমণ গল্প। লেখক সূত্রে জানা যায়, প্রকাশিতব্য বইটি মূলত ভ্রমণ কাহিনী। স্বপ্নের দেশে বলে খ্যাত আমেরিকা, ৯৮ লক্ষ ৩৪ হাজার বর্গকিলোমিটারের বিশাল এ দেশেল আনাচে-কানাচে ছড়িয়ে আছে নানা জাতি, পেশা, ধর্ম, ভাষাভাষী, সংস্কৃতি আর আচরণের মানুষ। তাদের সঙ্গে চলতে গিয়ে লেখকের বিচিত্র ও মজার সব অভিজ্ঞতা স্থান পেয়েছে বাইটিতে। আমেরিকানদের দর্শন ও জী