তাহসীন-কোনালের নতুন গান ‘তুমি কাছে আসবে’
জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসীন আহমেদ ও কোনালের নতুন গান ‘তুমি কাছে আসবে’ খুব শীঘ্রই রিলিজ হতে যাচ্ছে। গানটি সুর করেছেন তাহসিন আহমেদ এবং কথা লিখেছেন এম মিরাজ হোসেন। গানের কথা তার স্বরচিত ‘তোমার জন্য’ কবিতা থেকে চয়ন করা হয়েছে। গানটি মিউজিক ভিডিও আকারে এম মিরাজ হোসেনের প্রযোজনায় মি. আরিয়ান ফিল্মস থেকে রিলিজ হবে। মিউজিক ভিডিওতে অভিনয় করবেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া এবং সুমিত সেন গুপ্ত। নির্মাতাদের বক্তব্য, এই শরতে মানুষকে নতুন করে ভালোবাসতে শেখাবে ‘তুমি কাছে আসবে’। এটি একটি মিষ্টি প্রেমের মিউজিক ভিডিও। মি. আরিয়ান ফিল্মসের হাত ধরে ভিডিওটি ম