তিস্তা নদীতে বাড়িঘর ও আবাদি জমি বিলীন হয়ে যাওয়া ৪ পরিবারের পাশে দাঁড়িয়েছে লায়ন্স ক্লাব। সংগঠনটির পরিচালক এম মিরাজ হোসেনের উদ্যোগে ও আর্থিক সহযোগিতায় প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে ঘর তুলে দিয়েছে লায়ন্স ক্লাব অব ঢাকা মহাখালী ফ্রেন্ডস।
বুধবার (৯ মার্চ) সকাল ১০টায় পরিবারগুলোর কাছে ঘর হস্তান্তর করা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঘরপ্রদান অনুষ্ঠানে ব্যবসায়ী এম মিরাজ হোসেন বলেন, দারিদ্রপীড়িত জেলা কুড়িগ্রাম ভাঙনপ্রবণ। নদী ভাঙনে প্রতিবছরই গড়ে ৫ হাজার পরিবার তাদের জমি হারায়। গত বছর তিস্তা নদী তীরবর্তী এলাকায় দেড় শতাধিক ঘরবাড়ি ও গাছপালা ভেসে গেছে। এতে মানবেতর দিন কাটছে নিঃস্ব পরিবারগুলোর। বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা। তাই গৃহহীন এই দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন তিনি। ৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৪টি ঘর। ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের জন্য কাজ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান লায়ন এম মিরাজ হোসেন।
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে তার বাস ভবনে একান্ত সাক্ষাতের সময় মিরাজ হোসেন ২০০টি দুঃস্থ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ফান্ড গঠনের কথা জানান। এছাড়া করোনা মোকাবিলা ও দারিদ্র দূরীকরণে সরকারের সঙ্গে এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এম মিরাজ হোসেন বর্তমানে একটি স্বানামধন্য প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জাতিসংঘের ইউথ ভিশনের ডেপুটি পরিচালক হিসেবে কাজ করছেন ও বান কি মুন সেন্টারের সঙ্গেও তিনি জড়িত আছেন।
তথ্যসূত্রঃ যমুনা টিভি, জাগোনিউজ২৪,
1 thought on “কুড়িগ্রামের গৃহহীনদের পাশে ব্যবসায়ী এম মিরাজ হোসেন”