হায়রে মানুষ রঙিন ফানুস

এই করোনা আমাদের শিখিয়েছে আর ভাবিয়েছে অনেক কিছু। এই নশ্বর রঙিন ঝলমলে পৃথিবীতে আমরা ক্ষণিকের অতিথী। ছেড়ে যেতেই হবে এই মিথ্যা মোহ মায়া। যত প্রাচুর্যবান বা ধনীই হোন না কেন, কোন লাভ নেই। ফানুসের মত হাওয়ায় উড়তে উড়তে একসময় মিলিয়ে যেতে হবে এটাই ধ্রুব সত্য। অমর শিল্পী এন্ড্রু কিশোরের গাওয়া সৈয়দ শামসুল হকের কালজয়ী গান “হায়রে মানুষ রঙিন ফানুস” আপনাদের জন্য নতুন করে গেয়েছেন এম মিরাজ হোসেন। সকলের জন্য শুভকামনা।

Song: Hayre Manush Rongin Fanush

Original Singer: Andrew Kishore

Lyricist: Sayed Shamsul Haque

Composer: Alam Khan

 

লিরিক্সঃ

হায়রে মানুষ, রঙিন ফানুস

Sadly! the human being is just like a frail balloon

দম ফুরাইলেই ঠুস

and he is nothing when he took his last breath

তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ

nonetheless, nobody has a little conscience

হায়রে মানুষ, রঙ্গীন ফানুস

রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।

indeed human being is just like a frail balloon

 

পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া

Blue River has been flooded with the moonlit night

সোনার পিনিশ বানাইছিলা যতন করিয়া

but he made a golden yacht carefully

চেলচেলাইয়া চলে পিনিশ, ডুইবা গেলেই ভুস।

the yacht moves forward very speedily

if it gets sink then everything will be undone

হায়রে মানুষ, রঙিন ফানুস

Sadly! the human being is just like a frail balloon

দম ফুরাইলেই ঠুস

and he is nothing when he took his last breath

 

মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া

Clay made human beings dwell in a furnished golden palace

জ্বালাইয়াছে সোনার পিদিম তীর্থ হরিয়া

and he lights up a lantern being forgotten his destination…

ঝলমলায়া জ্বলে পিদিম, নিইভ্যা গেলেই ফুস।

The light shines brightly, everything will be undone if it goes out

 

হায়রে মানুষ, রঙিন ফানুস

Sadly! the human being is just like a frail balloon

দম ফুরাইলেই ঠুস

and he is nothing when he took his last breath

তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ

nonetheless, nobody has a little conscience

হায়রে মানুষ, রঙ্গীন ফানুস

রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।

indeed human being is just like a frail balloon

 

আমার কভার করা আরেকটি বাংলা গান “আবার এলো যে সন্ধ্যা” শুনতে পারেন।

Tagged With:

2 thoughts on “হায়রে মানুষ রঙিন ফানুস | Covered by M Miraz Hossain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *