সেরা কথাসাহিত্যিক পুরষ্কার

অমর একুশে বইমেলায় পরপর দুই বছর (২০২২ ও ২০২৩) বেস্ট সেলার হওয়ায় সেরা কথাসাহিত্যিক ২০২৩ পদক পেলেন লেখক এম মিরাজ হোসেন।

জাতীয় কবিতা মঞ্চ ও নবসাহিত্য প্রকাশনীর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৯ মার্চ) বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘সাহিত্য পদক ও গুণিজন সম্মাননা ২০২৩’ অনুষ্ঠানে জুরি বোর্ডের সর্বসম্মতিক্রমে তার হাতে এ সম্মাননা পদক তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাকে সেরা পাণ্ডুলিপি পুরস্কার ২০২৩ এ ভূষিত করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন। এতে স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ, বাংলা একাডেমি পদকপ্রাপ্ত ছড়াকার আসলাম সানী, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক ও গীতিকার মাসুদ পথিক, সেক্টর কমান্ডার ফোরামের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ পাটওয়ারীসহ অনেক গুণি ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেরা কথাসাহিত্যিক পুরষ্কার

একুশে বইমেলা ২০২২-এ লেখক এম মিরাজ হোসেনের আত্মজীবনী মূলক বই ‘আপন নামা’ প্রকাশিত হয়। বইটি পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়। সে বছরের বইমেলায় বইটি অন্যতম সেরা বিক্রিত বইয়ের তালিকায় অন্তর্ভুক্ত হয়। একই বছর কিছু অমীমাংসিত ঘটনা নিয়ে তার লেখা তৃতীয় বই ‘ব্যাখ্যাতীত’ প্রকাশিত হয়। বাংলা সাহিত্যে অবদানের জন্য ২০২২ সালে লেখক এম মিরাজ হোসেনকে ইন্দিরা গান্ধী স্বর্ণপদকে ভূষিত করে ভারত-বাংলাদেশ সাহিত্য-সংস্কৃতি পরিষদ।

সূত্রঃ বণিকবার্তা, যায়যায়দিন, ইনকিলাব, জাগোনিউজ২৪, আমাদের সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *