এবারের একুশে বইমেলায় নবীন লেখক এম মিরাজ হোসেন তার “আপন নামা” বইয়ের জন্য প্রকাশনী প্রতিষ্ঠান নওরোজ কিতাবিস্তান থেকে বিশেষ সম্মাননা পদক পেয়েছেন। ১৫ই মার্চ মঙ্গলবার, বইমেলা প্রাঙ্গনে একটি সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পদক তুলে দেন প্রকাশনী প্রতিষ্ঠানের কর্নধার মনজুর খান চৌধুরী।
গত ১৯শে ফেব্রুয়ারী, একুশে বইমেলা ২০২২-এ নবীন লেখক এম মিরাজ হোসেনের দ্বিতীয় বই “আপন নামা” প্রকাশিত হয়। আত্মজীবনীমূলক এই বইটি প্রকাশের পর থেকে পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়। প্রকাশের প্রথম ৭ দিনেই বইটি প্রায় ৫ হাজার কপি বিক্রি হয়। এবারের মেলার শীর্ষ ১০ বিক্রীত বইয়ের মধ্যে এই বইটি স্থান করে নিয়েছে। বর্তমানে এর ৬ষ্ঠ সংস্করণের মুদ্রণ চলছে।
প্রায় ৭৮ বছরের পুরনো প্রকাশনী নওরোজ কিতাবিস্তানের ইতিহাসে এটি সর্বোচ্চ বিক্রীত বইয়ের মাইল ফলক স্পর্শ করেছে। বইটিকে বেস্ট-সেলার বুক ঘোষণা করছে প্রকাশনী প্রতিষ্ঠান। ১৫ই মার্চ মঙ্গলবার, একটি সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে লেখক এম মিরাজ হোসেনের হাতে পদক তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট লেখক, প্রকাশক এবং পাঠকবৃন্দ।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের কর্নধার জানান, “আপন নামা আমাদের প্রকাশনীর জন্য এখন পর্যন্ত সেরা বিক্রীত বই। আমরা বিভিন্ন পাঠকের কাছ থেকে এই বই নিয়ে অনেক প্রশংসা পেয়েছি। এবারের মেলায় এই বইটি দিয়ে ব্যবসায়িক ভাবে আমরা বেশ ভালো করেছি। আমরা এই প্রকাশনীর পক্ষ থেকে লেখকের হাতে সম্মাননা পদক তুলে দিতে পারে আনন্দিত।”
সম্মাননা পদক পেয়ে উৎফুল্ল লেখক এম মিরাজ হোসেন। প্রকাশক এবং পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “এই বইটা লেখার সময় কিংবা প্রকাশের পর মোটেও ভাবতে পারিনি এতোটা জনপ্রিয় হবে। আমার নিজের জীবনের বিভিন্ন সময়ের স্মৃতিময় ঘটনা নিয়ে এই বইটি লিখেছি। এটি আমার দ্বিতীয় বই। একজন নবীন লেখক হিসেবে পাঠকদের এতোটা আগ্রহ ও ভালোবাসা আমার জন্য পরম পাওয়া। ভবিষ্যতে আরো জীবন ঘনিষ্ঠা লেখা লিখতে চাই।”
কর্মজীবনে এম মিরাজ হোসেন একজন ব্যাস্ত ব্যাবসায়ী। বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সামাজিক সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত রয়েছেন। গত বছর তার লেখা প্রথম বই “হাওয়ায় ভেসে হাজার মাইল” প্রকাশিত হয়।
তথ্যসূত্রঃ যায়যায়দিন