এবারের একুশে গ্রন্থমেলায় বিশিষ্ট কথাসাহিত্যিক এম মিরাজ হোসেন এর দুইটি বই প্রকাশিত হয়েছে। ভ্রমণ কাহিনীমূলক বই দুটি হলো ‘আজব বাংলাদেশ’ এবং রোমান্টিক উপন্যাস ‘চিঠির আঁধারে’। বই দুইটি নওরোজ কিতাবিস্তান থেকে প্রকাশিত হয়। বাংলাদেশের রহস্যময়, বিচিত্র ও অদ্ভুত স্থান, ইতিহাস ও স্থাপনা নিয়ে লেখা ‘আজব বাংলাদেশ’ বইটি পাঠক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়। মেলার মাত্র ২০ দিনের মধ্যে বইটির ৪র্থ সংস্করণ শেষ হয়ে এখন ৫ম সংস্করণ চলছে।
যমুনা টিভিতে বইমেলা নিয়ে প্রতিবেদনটি দেখতে পারেনঃ