বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। অনেক ত্যাগ-তিতিক্ষা আর সংগ্রামের বিনিময়ে আমাদের আজকের এই স্বাধীন দেশ। ছোটবেলায় মুক্তিযুদ্ধের ভয়াবহতার কথা যখন প্রথম জানি, তখন থেকেই মুক্তিযুদ্ধ নিয়ে বুকের ভেতর একটা হাহাকার কাজ করে। যেসব অকুতোভয় মানুষ জীবনের পরোয়া না করে নিজেদের সমর্পণ করেছিলেন সেই অনিশ্চিত যুদ্ধে, তাদের জন্য সম্ভ্রমে মাথা নুয়ে আসে।
তারপর ছোটবেলার পর্ব পার করে যখন আরেকটু বড় হলাম– মনে মনে ভাবতাম, নিজে তো মুক্তিযুদ্ধ করতে পারিনি। অন্তত সেই বীর সেনানীদের জন্য যদি কিছু করতে পারতাম! এই উপন্যাস মূলত সেই তাড়নার ফল।
কী বিক্রমে আমাদের পূর্বপুরুষরা একটি স্বাধীন দেশের জন্য লড়েছিলেন, সেই ইতিহাস নতুন প্রজন্মকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এই উপন্যাসের প্রতিটি পৃষ্ঠায়। একটি গ্রামকে কেন্দ্র করে পুরো দেশের স্বাধীনতা যুদ্ধের চিত্রপট ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এই উপন্যাসে।
উপন্যাসটি পড়ে নতুন প্রজন্মের একজন পাঠকও যদি মনের মধ্যে মুক্তিযুদ্ধের একটি স্পষ্ট ছবি ফুটিয়ে তুলতে পারেন, তা-ই লেখক হিসেবে আমার সার্থকতা।