একুশে বইমেলা ২০২২-এ বিশেষ সম্মাননা পদক পেলেন লেখক এম মিরাজ হোসেন
এবারের একুশে বইমেলায় নবীন লেখক এম মিরাজ হোসেন তার “আপন নামা” বইয়ের জন্য প্রকাশনী প্রতিষ্ঠান নওরোজ কিতাবিস্তান থেকে বিশেষ সম্মাননা পদক পেয়েছেন। ১৫ই মার্চ মঙ্গলবার, বইমেলা প্রাঙ্গনে একটি সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পদক তুলে দেন প্রকাশনী প্রতিষ্ঠানের কর্নধার মনজুর খান চৌধুরী। গত ১৯শে ফেব্রুয়ারী, একুশে বইমেলা ২০২২-এ নবীন লেখক এম মিরাজ হোসেনের দ্বিতীয় বই “আপন নামা” প্রকাশিত হয়। আত্মজীবনীমূলক এই বইটি প্রকাশের পর থেকে পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়। প্রকাশের প্রথম ৭ দিনেই বইটি প্রায় ৫ হাজার কপি বিক্রি হয়। এবারের মেলার শীর্ষ ১০ বিক্রীত বইয়ের মধ্যে এই বইটি স্থান করে নিয়েছে।