অমর একুশে বইমেলায় এম মিরাজ হোসেনের নতুন দুই বই
লাখো বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা ২০২৪ শুরু হয়েছে। এবারের বইমেলায় লেখক এম মিরাজ হোসেনের নতুন দুইটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। গত ২ ফেব্রুয়ারি প্রকাশনী প্রতিষ্ঠান নওরোজ কিতাবিস্তানের স্টল থেকে লেখকের ভ্রমণকাহিনীমূলক বই “মিশন এভারেস্ট বেসক্যাম্প” এবং শব্দশিল্পের স্টল থেকে থ্রিলার উপন্যাস “অনিমন্ত্রিত অতিথি” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাঠক, প্রকাশক, ও অন্যান্য লেখকদের উপস্থিতিতে জমকালো আয়োজনের মাধ্যমে কেক কেটে বইদুটির মোড়ক উন্মোচিত হয়। শব্দশিল্পের কর্নধার শরীফুর রহমান জানান, “অনিমন্ত্রিত অতিথি” বইটি অনলাইনে প্রি-অর্ডার বেশ ভালো হচ্ছ