বই রিভিউ: আজব বাংলাদেশ, চিঠির আঁধারে । একুশে গ্রন্থমেলা ২০২৫
অমর একুশে গ্রন্থমেলা ২০২৫-এ কথাসাহিত্যিক এম মিরাজ হোসেন এর নতুন দুইটি বই প্রকাশিত হয়েছে। তারমধ্যে একটি হচ্ছে ভ্রমণকাহিনিমূলক বই "আজব বাংলাদেশ" এবং অন্যটি হচ্ছে সামাজিক-রোমান্টিক উপন্যাস "চিঠির আঁধারে"। অনেক পাঠক বইদুটি পড়ে তাদের অভিমত জানিয়েছে। দেখতে পারেন তাদের রিভিউ।