লেখায় জীবনের গল্প বলতে চান এম মিরাজ হোসেন
গত একুশে বইমেলায় ‘আপন নামা’ বইটি নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হলে পাঠকমহলে কৌতূহল জেগে ওঠে বই এবং লেখক সম্পর্কে। বইটি লিখেছেন এম মিরাজ হোসেন। তিনি মূলত একজন ব্যবসায়ী। কাজের ফাঁকে লেখালেখি করেন। ‘আপন নামা’ তার দ্বিতীয় বই। ততদিনে তার বইটি প্রকাশনা প্রতিষ্ঠান নওরোজ কিতাবিস্তানের সর্বোচ্চ বিক্রিত বই এবং বইমেলার অন্যতম সেরা বইয়ের তকমা পেয়ে গেছে। বেশ কিছু জাতীয় দৈনিক এবং টেলিভিশন চ্যানেল এ খবর প্রচার করেছে। নিতান্তই একজন অপেশাদার লেখকের জন্য এটি নিঃসন্দেহে অনেক বড় অর্জন। তার লেখা চতুর্থ বই ‘তবু ফুল ফুটুক’ এবারের একুশে বইমেলা এবং অনলাইন বুকশপে বিক্রি হচ্ছে। পাঠকদের কৌতূহল মেটাতে তার স