কথাসাহিত্যিক এম মিরাজ হোসেন এর “চিঠির আঁধারে” একুশে গ্রন্থমেলায় অন্যতম বেস্টসেলার উপন্যাস
উপন্যাস বরাবরই বইমেলার সর্বাধিক বিক্রীত বইয়ের তালিকায় শীর্ষে থাকে। এ বছর সেই তালিকায় যুক্ত হয়েছে কথাসাহিত্যিক এম মিরাজ হোসেনের রোমান্টিক ধাঁচের উপন্যাস "চিঠির আঁধারে"। একুশে গ্রন্থমেলায় এবছর প্রকাশিত হয়েছে এম মিরাজ হোসেনের দুটি বই—ভ্রমণ কাহিনীমূলক "আজব বাংলাদেশ" ও রোমান্টিক উপন্যাস "চিঠির আঁধারে"। বই দুটি প্রকাশ করেছে নওরোজ কিতাবিস্তান। এর মধ্যে "চিঠির আঁধারে" উপন্যাসটি দ্বিতীয় সপ্তাহেই দ্বিতীয় ও তৃতীয় সংস্করণ শেষ হয়ে যায়। বর্তমানে বইটির পঞ্চম সংস্করণ চলছে, যা পাঠকদের ব্যাপক আগ্রহেরই প্রতিফলন। উপন্যাসটি সম্পর্কে লেখক এম মিরাজ হোসেন জানান, "চিঠির আঁধারে" একটি বাস্তব ঘট