কিংবদন্তি গায়ক হ্যাপি আখন্দের গাওয়া ক্লাসিক বাংলা চির সবুজ গান “আবার এলো যে সন্ধ্যা ” কভার করেছেন এম. মিরাজ হোসেন। কোথাও ভূল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। আর কোন মতামত থাকলে তা কমেন্টে জানতে ভুলবেন না।
Credit & Respect Goes To
Singer: Happy Akhand
Lyric: S.M Hedayat
Tune & Music: Lucky Akhand
আমার কভার করা আরেকটা বাংলা কালজয়ী গান “ওরে নীল দরিয়া” শুনতে পারেন।
লিরিক্সঃ
আবার এলো যে সন্ধ্যা, শুধু দু’জনে
Here again, has come to the dusk
only for you and me;
চলো না ঘুরে আসি অজানাতে
Let us go to the unknown
যেখানে নদী এসে থেমে গেছে।
Where the river has come to an end
ঝাউবনে হাওয়াগুলো খেলছে
Winds are playing in the tamarisk tree
সাঁওতালি মেয়েগুলো চলছে।
Sawtali (tribe) girls are moving on,
লাল লাল শাড়ীগুলো উড়ছে
Red fabrics are flapping
তার সাথে মন মোর দুলছে।
With it my mind is swinging;
ঐ দুর আকাশের প্রান্তে
The sky at the far end
সাত রঙা মেঘ গুলো উড়ছে,
Seven colors of cloud are winged
চলো না ঘুরে আসি অজানাতে
Let us go to the unknown
যেখানে নদী এসে থেমে গেছে।
Where the river has come to an end
এই বুঝি বয়ে গেল সন্ধ্যা
With the advent of dusk at this moment
ভেবে যায় কি জানি কি মনটা,
Think of what the mind is thinking
পাখিগুলো নীড়ে ফিরে চলছে
Birds while they are going back to their nest;
গানে গানে কি যে কথা বলছে।…
While twittering each other
ভাবি শুধু এখানেই থাকবো
I think I shall be staying here
ফিরে যেতে মন নাহি চাইছে।।
Because my mind doesn’t want to go back,
3 thoughts on “Abar Elo Je Sondha । আবার এলো যে সন্ধ্যা । Covered by M Miraz Hossain”