উপন্যাস বরাবরই বইমেলার সর্বাধিক বিক্রীত বইয়ের তালিকায় শীর্ষে থাকে। এ বছর সেই তালিকায় যুক্ত হয়েছে কথাসাহিত্যিক এম মিরাজ হোসেনের রোমান্টিক ধাঁচের উপন্যাস “চিঠির আঁধারে”।

একুশে গ্রন্থমেলায় এবছর প্রকাশিত হয়েছে এম মিরাজ হোসেনের দুটি বই—ভ্রমণ কাহিনীমূলক “আজব বাংলাদেশ” ও রোমান্টিক উপন্যাস “চিঠির আঁধারে”। বই দুটি প্রকাশ করেছে নওরোজ কিতাবিস্তান। এর মধ্যে “চিঠির আঁধারে” উপন্যাসটি দ্বিতীয় সপ্তাহেই দ্বিতীয় ও তৃতীয় সংস্করণ শেষ হয়ে যায়। বর্তমানে বইটির পঞ্চম সংস্করণ চলছে, যা পাঠকদের ব্যাপক আগ্রহেরই প্রতিফলন।

উপন্যাসটি সম্পর্কে লেখক এম মিরাজ হোসেন জানান, “চিঠির আঁধারে” একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত। সামাজিক প্রেক্ষাপটে রচিত এ উপন্যাসে পারিবারিক সম্পর্ক, টানাপোড়েন, মানসিক দ্বিধা-দ্বন্দ্ব তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে মেয়েদের মানসিক অবস্থা, চিন্তাভাবনা, প্রেম-ভালোবাসা, চাওয়া-পাওয়া এবং সিদ্ধান্ত গ্রহণের দ্বন্দ্ব এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে।

প্রকাশক মনজুর খান চৌধুরী জানান, এবারের বইমেলায় এম মিরাজ হোসেনের “চিঠির আঁধারে” ও “আজব বাংলাদেশ”—দুটি বই-ই পাঠকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। বিশেষ করে “চিঠির আঁধারে” তরুণ-তরুণীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে, এবং তাদের বিপুল আগ্রহের কারণে বইটির পঞ্চম সংস্করণ প্রকাশিত হয়েছে।

সমাজসেবক ও শিল্পদ্যোক্তা এম মিরাজ হোসেন তার কর্মজীবনের ব্যস্ততার মাঝেও সাহিত্যচর্চায় নিজেকে নিবেদিত রেখেছেন। তার লেখা অতিপ্রাকৃতিক ঘটনাভিত্তিক গ্রন্থ “ব্যাখ্যাতীত” গত বছর বইমেলায় বেস্টসেলার হয়েছিল। সাহিত্য অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালের সেরা পাণ্ডুলিপি পুরস্কার এবং ইন্দিরা গান্ধী স্বর্ণপদক লাভ করেন।

সুত্রঃ দৈনিক ইনকিলাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *