মায়ানগর চরের এক সাধারণ শিশু তপু। এক বিকেলে খেলা শেষে ঘরের ফেরা পথে এক বিচিত্র ঘটনার মুখোমুখি হয় সে। সেই ঘটনা তার জীবনে নিয়ে আসে আরও অসংখ্য ঘটনা। ঘটনাগুলোতে যুক্ত হয় তার পরিবার ও প্রতিবেশী এবং কিছু অপরিচিত মানুষ।
এসব পরিবার, প্রতিবেশী ও অপরিচিত মানুষ এগিয়ে যায় এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। সৃষ্টি হয় জীবন নেওয়া ও দেওয়ার মতো পরিস্থিতির। ঘটে চলে অস্বাভাবিক সব ঘটনা।
মানুষের শ্রেষ্ঠত্ব যেখানে শেষ, সেখানে শুরু স্রষ্টার শ্রেষ্ঠত্ব! উত্তম বিচারক হয়ে তিনি মিলিয়ে দেন সব অমিলিত হিসাব। জয় হয় সত্য ও ন্যায়ের।