মানব মন বড়ই জটিল। এর সাথে তুলনা করা যেতে পারে কেবল মহাবিশ্বকে। যাকে আমরা জানতে পারি, বুঝতে পারি– কিন্তু নির্দিষ্ট কোনো ছকে বাঁধতে পারি না। কারণ জীবন ও বাস্তবতা– কোনোটির লাগামই আমাদের হাতে নেই।
চলতি জীবনে আমরা এমন কিছু ঘটনার কথা শুনি, যেগুলো সচারচর আমরা দেখি না, শুনি না কিংবা বুঝি না। আচমকা শুনে থ বনে যাই। বিপন্ন বিস্ময়ে নিজেকেই প্রশ্ন করি, এমনও বুঝি হয়?
‘কভু কাছে কভু দূরে’ উপন্যাসে আবির, তিথি আর উর্বশীর হাত ধরে আমি সমাজের সেই বিরল একটি ছবি আকাঁর চেষ্টা করেছি। যা পাঠকদের সৌন্দর্য ও অভ্যস্ততাবোধে ছোট্ট একটি ঘা হলেও দিতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।