‘আপন নামা’ আমার আত্মজীবনীমূলক বই। এই বইয়ের প্রতিটি পরতে পরতে রচিত হয়েছে আমার যাপিত জীবনের উপাখ্যান। স্রোতের মতো ভেসে যাওয়া সময়ের গল্প, আবেগ-অনুভূতির গল্প, সুখ-দুঃখ ও হাসি-কান্নার গল্প। উঠে এসেছে আমার শৈশব, কৈশোর, তারুণ্য ও পেশা জীবন। এগুলো তো থাকারই কথা কিন্তু যেসব গল্প থাকার কথা ছিল না সেগুলোও মলাটবদ্ধ হয়েছে এই বইয়ে। জীবন কি গল্পের মতো হয় নাকি গল্পরাই বিমূর্ত জীবন হয়ে ওঠে? হয়তো দুটোই! অব্যক্ত, অব্যাখ্যেয় সেসব গল্পরাই স্থান পেয়েছে এই বইয়ে। তবে কিছু মানুষের নাম, স্থান, পরিস্থিতি ও বিষয়বস্তু স্বেচ্ছায়, সজ্ঞানে এড়িয়ে যাওয়া হয়েছে উদ্ভুত ও অনাকাঙ্খিত ঘটনা এড়ানোর জন্য। শুধুমাত্র একটি ‘আপন নামা’ বইয়ে জীবনের সকল গল্প বলা কোনভাবেই সম্ভব নয়। তবু যেসব গল্পরা মগজের গলি ঘুঁজিতে ডালপালা মেলে উড়ে বেড়ায় সব সময় তাদেরকেই পরিচয় করিয়ে দিতে চেয়েছি পাঠকদের সাথে। পাঠকরা আমার আপন নামা পছন্দ করলে, ভালোবাসলেই আমার এ লেখা সার্থক। করবেনও আশা করি। ভালোবাসা অনিঃশেষ।