হিমশীতল এই প্রকৃতির প্রাণ যখন জবুথবু হয়ে নিশ্চল হয়ে যায়, যখন বাতাসে ভাসে মন খারাপের গান, ঠিক তখনই আমরা সব বন্ধুরা মিলে রচনা করি ভালো থাকার কাব্য কথন। কবিতা জীবনের কথা বলে, প্রেমের কথা বলে, দ্রোহের কথা বলে আবার অনেক না বলা কথাও অতি সহজে বলে। তবে আমরা আমাদের কবিতায় বন্ধুত্বের কথাই বলতে চেয়েছি সবিস্তারে। সব বন্ধুদের দু-তিন মাস পরিশ্রমের ফসল এই প্রাণের কবিতা সংকলন। এই বইটি তৈরিতে সামনে ও পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অটুট থাকুন আমাদের বন্ধুত্ব আর পৃথিবী কবিতার হোক, কবিতার মতো সুন্দর হোক।
আমার সম্পাদিত প্রাণের ব্যাচ ৯৩ এর গল্পের সংকলন “গল্পের শহরে“।
5 thoughts on “প্রাণের কবিতা – প্রাণের ব্যাচ ৯৩’র বন্ধুদের কবিতা সংকলন”