Presenting Old Bangla Song “Ore Nil Doriya” Cover from Bangla Movie Sareng Bou as a Tribute to Kobori Sarwar and Abdul Zabber, sung by M Miraz Hossain.
Song: Ore Nil Doriya
Original Singer: Abdul Jabbar
Lyrics: Mukul Chowdhury
Tune: Alam Khan
ওরে নীল দরিয়া | Ore Nil Doriya | Covered By M Miraz Hossain
বাংলা সিনেমা সারেং বউ এর জনপ্রিয় গান “ওরে নীল দরিয়া” দেখুন নতুন ভাবে নতুন কন্ঠে।
Covered By M Miraz HossainA Tribute to Abdul Jabbar
Posted by Keya on Wednesday, 6 May 2020
আমার কভার করা আরো কয়েকটি গান শুনতে পারেনঃ “আবার এলো যে সন্ধ্যা“, “ভালোবেসে গেলাম শুধু“, “বলছি তোমার কানে কানে“।
লিরিক্সঃ
আমায় দে রে, দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
কাছের মানুষ দূরে থুইয়া…
মরি আমি ধড়পড়াইয়া, রে
দারুণ জ্বালা দিবানিশি
অন্তরে-অন্তরে
আমার এত সাধের মন বঁধুয়া, হায় রে
কি জানি! কি করে
ও রে সাম্পানের নাইয়া
আমায় দে রে, দে ভিড়াইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
হইয়া আমি দেশান্তরী…
দেশ বিদেশে ভিড়াই তরী, রে
নোঙর ফেলি হাটে ঘাটে
বন্দরে-বন্দরে
আমার মনের নোঙর পইড়া রইছে, হায় রে
সারেং বাড়ির ঘরে
এই না পথ ধরিয়া…
আমি কত যে গেছি চলিয়া
একলা ঘরে মন বঁধুয়া আমার
রইছে পথ চাইয়া
ওরে নীল দরিয়া…
আমায় দে রে, দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
2 thoughts on “Ore Nil Doriya | ওরে নীল দরিয়া | Covered By M Miraz Hossain”