Read Book

তবু ফুল ফুটুক – এম মিরাজ হোসেন

আমি সাধারণত গল্প বানাতে পারি না। চারিদিকে আমি যা দেখি, বুঝি বা শুনি  কিংবা কোন অভিজ্ঞতার সম্মুখীন হই তখন তাকে কেন্দ্র করে কিছু লেখার চেষ্টা করি। ‘তবু ফুল ফুটুক‘ সেরকম একটি উপন্যাস। যার মূল বাংলাদেশের এক গ্রামে একটি পরিবারের সাথে ঘটে যাওয়া অদ্ভুত কাহিনী। আর সেই কাহিনী থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে লেখা এই উপন্যাস।

এই জগতে অনেক কাহিনী লুকিয়ে আছে যার প্রতিটি পরতে পরতে থাকে দীর্ঘশ্বাস, থাকে জীবনের নানা জটিল অংকের হিসেব। প্রতিটি মানুষের জীবনেই ভালোবাসার বিচিত্র রং বিবিধ আঙ্গিকে ফুটে থাকে। উপন্যাসটি লিখতে গিয়ে সেই সকল রং তুলে এনে কাগজ-কলমে প্রতিষ্ঠিত করার দুঃসাহস দেখিয়েছি। পাঠকদের ভালোলাগা কে ছুঁয়ে দিতে পারলেই আমার এই প্রচেষ্টাটুকু সার্থক হবে।

বইটি অনলাইনে কিনতে পারেনঃ রকমারী, বইফেরী। 

Read Book

Tobu Ful Futuk - M Miraz Hossain

 

Tagged With:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *