একুশে বইমেলা ২০২২ এর অন্যতম জনপ্রিয় এবং শীর্ষ বিক্রিত বই “আপন নামা” নিয়ে যমুনা টিভিতে সাক্ষাৎকার দিচ্ছেন বইটির লেখক এম মিরাজ হোসেন। এটি তার লেখা দ্বিতীয় বই। নওরোজ কিতাবিস্তান থেকে প্রকাশিত আত্মজীবনীমূলক এই বইটি ইতিমধ্যে প্রাকাশনী প্রতিষ্ঠানের বেস্ট-সেলার বুক খ্যাতি পেয়েছে এবং এবারের বই আপন মেলার শীর্ষ ১০ বিক্রিত বইয়ের মধ্যে রয়েছে। এরপূর্বে তার প্রথম বই “হাওয়ায় ভেসে হাজার মাইল” প্রকাশিত হয়।