২০২১ সালে প্রতিভাবান কণ্ঠশিল্পী এম মিরাজ হোসেনের চারটি একক এ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবাম চারটি হচ্ছে “ফেলে আসা দিনগুলি”, “কেন মন হারিয়ে যায়”, “ভালোবেসে গেলাম শুধু” এবং “তবু দেখা হোক”। অ্যালবামগুলোতে স্থান পেয়েছে জনপ্রিয় ১২টি কালজয়ী গান।
বেদনা মধুর হয়ে যায়/ আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা/ যে ছিলো দৃষ্টির সীমানায়/ হায়রে মানুষ রঙিন ফানুস/ কেউ কোনদিন আমারে তো কথা দিল না/ ওরে নীল দরিয়ার মত জনপ্রিয় গানগুলোতে মিশিয়েছেন তার দরদভরা কন্ঠ। এছাড়াও তিনি অসংখ্য মৌলিক গান লিখেছেন।
চারটি অ্যালবামই Amazon Music, Spotify, Pandora Music, Soundcloud, Hungama Music, Apple Music, Sazam এবং শিল্পীর নিজস্ব ইউটিউবসহ অন্যান্য জনপ্রিয় অনলাইন মিউজিক প্লার্টফর্মগুলোতে পাওয়া যাচ্ছে।
অ্যালবাম প্রকাশের অনুভূতি জানতে চাইলে এম মিরাজ হোসেন বলেন “কালজয়ী বাংলা গানগুলোকে নতুন করে জনপ্রিয় করার প্রয়াসেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। পেশাগত নানান কাজের ফাঁকে ফাঁকে তৈরি করেছি গানগুলো। ভালমন্দ বিচারের ভার শ্রোতাদের কাছেই রইল”।
তথ্যসূত্রঃ The Bangladesh Today