লাখো বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা ২০২৪ শুরু হয়েছে। এবারের বইমেলায় লেখক এম মিরাজ হোসেনের নতুন দুইটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে।
শব্দশিল্পের কর্নধার শরীফুর রহমান জানান, “অনিমন্ত্রিত অতিথি” বইটি অনলাইনে প্রি-অর্ডার বেশ ভালো হচ্ছে। আমরা আশা করছি বইমেলাতে বইটি বেশ ভালো সাড়া ফেলবে। অপরদিকে নওরোজ কিতাবিস্তানের কর্নধার মনজুর খান চৌধুরী চন্দন জানান, এবারের বইমেলায় তুলনামূলক কম নতুন বই প্রকাশিত হয়েছে। কাগজের মূল্য বৃদ্ধির কারণে বইয়ের দাম বেড়েছে যা পাঠক মহলে নেতিবাচক প্রভাব ফেলবে। তদুপরি “মিশন এভারেস্ট বেসক্যাম্প” বইটি নিয়ে আমরা আশাবাদী।
এ বিষয়ে লেখক এম মিরাজ হোসেন বলেন, “এবারের বইমেলায় আমার দুইটি বই প্রকাশিত হয়েছে। ‘মিশন এভারেস্ট বেসক্যাম্প’ বইটি আমার সম্প্রতি এভারেস্ট বেসক্যাম্প মিশনের অভিজ্ঞতার উপরে লেখা। বইটি পড়ে পাঠক এভারেস্ট বেসক্যাম্প মিশনের প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি সেখানকার রুপ, আনন্দ, দুর্দশা, ঝুঁকি অনুধাবন করতে পারবে। ‘অনিমন্ত্রিত অতিথি’ একটি পরিবারের সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা নিয়ে সাজানো থ্রিলার গল্পের বই। আশা করছি বইদুটি পাঠকরা পছন্দ করবে।”
গতবছর বইমেলায় এম মিরাজ হোসেন-এর লেখা উপন্যাস “তবু ফুল ফুটুক” ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে। একই বছর তার প্রকাশিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস “একজন তারা মিয়া” অনলাইন বুক শপ বইফেরীর বেস্টসেলার বুক ঘোষিত হয়।
সুত্রঃ আমাদের সময়, সমকাল, যুগান্তর