লাখো বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলায় লেখক, শিল্পোদ্যোক্তা ও সমাজকর্মী এম মিরাজ হোসেনের দুটি নতুন বই প্রকাশিত হয়েছে। নওরোজ কিতাবিস্তান প্রকাশনী থেকে প্রকাশিত বই দুটি হলো ভ্রমণকাহিনী ‘আজব বাংলাদেশ’ এবং উপন্যাস ‘চিঠির আঁধারে’।
শনিবার বইমেলা প্রাঙ্গণে লায়নস ক্লাব ইন্টারন্যাশনাল (ডিস্ট্রিক্ট ৩১৫-এ২) এর গভর্নর মোঃ হামিদ আনুষ্ঠানিকভাবে বই দুটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকাশনী প্রতিষ্ঠানের কর্ণধার মনজুর খান চৌধুরী চন্দন, বিশিষ্ট লেখক ও পাঠকগণ।
লেখক এম মিরাজ হোসেন বলেন, ‘আজব বাংলাদেশ’ বইটিতে বাংলাদেশের রহস্যময়, অদ্ভুত ও বিচিত্র ঘটনা, লোককথা তুলে ধরা হয়েছে। এটি শুধু পাঠকের কৌতূহল উদ্দীপিত করবে না, বরং বাংলাদেশের বিচিত্র ইতিহাস ও সংস্কৃতির গভীরে প্রবেশের সুযোগ করে দেবে। এই বইটি লিখতে গিয়ে আমাকে দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে হয়েছে এবং গবেষণা করতে হয়েছে, যাতে সঠিক ও তথ্যসমৃদ্ধ কাহিনি তুলে ধরা যায়।
লেখকের নতুন বই দুটো নিয়ে পাঠকদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। মেলায় বই দুটি পাওয়া যাচ্ছে নওরোজ কিতাবিস্তানের স্টলে (৪৯৯, ৫০০, ৫০১)।
সুত্রঃ যায়যায়দিন, আমাদের সময়, দেশ রুপান্তর, মানবজমিন, ইত্তেফাক।